হেফাজতে ইসলামের যুক্তরাষ্ট্র দূতাবাস ঘেরাও

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে হেফাজতে ইসলাম রাজধানী ঢাকায় বুধবার বিক্ষোভ প্রদর্শন করে।

হেফাজতে ইসলামের কয়েক হাজার নেতা-কর্মী এবং সমর্থকরা শহরের বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জমায়েত হয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে। বক্তারা জেরুজালেমের স্বীকৃতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

এরপর তাঁরা ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দিতে দিতে মিছিল করে বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হন। মিছিলটি পল্টন, বিজয়নগর, কাকরাইল হয়ে শান্তিনগরে এসে পুলিশী বাধার মুখে পড়ে। এরপর বিক্ষভকারীদের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র দূতাবাসে স্মারকলিপি দিতে যায়।

গত ৭ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়ার পর থেকে মুসলিম বিশ্বে যে প্রতিবাদ বিক্ষোভ দেখা দেয় বাংলাদেশেও এ ইস্যুতে বিক্ষোভ প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।