যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ড. সাঈদ ইফতেখার আহমেদের বিশ্লেষণ

যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সম্প্রতি ওয়াশিটন ডিসিতে তাদের মধ্যকার সপ্তম পার্টনারশীপ ডায়ালগ শেষ করেছে। এই সংলাপে যৌথ ভাবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক, দুটি দেশের চলমান সহযোগিতাকে আরো জোরালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাংকট ফ্যাকাল্টি ড. সাঈদ ইফতেখার আহমেদ বিভিন্ন দিকে আলোকাত করেন। তিনি এই দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতার কথা যেমন বলেন, তেমনি বলেন বাংলাদেশের সঙ্গে চীন, রাশিয়া ও ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য কতটুকু চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে সে বিষয়টিও। ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ।

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ড. সাঈদ ইফতেখার আহমেদের বিশ্লেষণ