কেরি যাচ্ছেন ঢাকা

বাংলাদেশের পররাষ্ট্র দফতর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একদিনের সফরে ২৯ আগস্ট ঢাকা আসবেন।

পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এটি বাংলাদেশে প্রথম সফর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারী ক্লিনটন ঢাকায় এসেছিলেন ২০১২ সালের মে মাসে।

জন কেরির সফরের বিস্তারিত কিছুই এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে ঢাকায় পররাষ্ট্র দফতরের বিভিন্ন সূত্র বলছে, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পেশাজীবী, সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গেও আলোচনা করতে পারেন।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট জানিয়েছেন, শিগগিরই ওয়াশিংটন থেকে এ ব্যাপারে জানানো হবে।
বিশ্লেষকরা বলছেন, গুলশান জঙ্গী হামলাসহ বাংলাদেশে জঙ্গী কার্যক্রমের বিস্তার এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এই সফর খুবই গুরুত্ববহ। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

কেরি যাচ্ছেন ঢাকা