ঢাকা-ওয়াশিংটন সন্ত্রাস মোকাবেলায় একযোগে কাজ করবে, ফোনালাপে একমত কেরি-হাসিনা

সন্ত্রাস মোকাবেলায় ঢাকা ও ওয়াশিংটন একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়েছে ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বৃহস্পতিবার রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে আলাপ করেছেন এবং তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস মোকাবেলায় আগামী দিনগুলোতেও একযোগে চলমান কর্মকান্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আর এ লক্ষ্যে তথ্য আদান-প্রদানের প্রস্তাব দেন ।

পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সন্ত্রাস মোকাবেলায় উভয় দেশের মধ্যে কিভাবে সহযোগিতা আরও বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত এ্যাসিসটেন্ট সেক্রেটারি নিশা দেশাই বিশওয়ালকে বাংলাদেশে পাঠাবেন বলে জানিয়েছেন ।

এসব তথ্য সাংবাদিকদের দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য সচিব ।

জন কেরি ইউএসএআইডি কর্মকর্তা জুলহাস মান্নানের হত্যাকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন । ঢাকা থেকে আমীর খসরু ।

Your browser doesn’t support HTML5

ঢাকা-ওয়াশিংটন সন্ত্রাস মোকাবেলায় একযোগে কাজ করবে