রিভিউ আবেদন করবেন নিজামী

বাংলাদেশে ১৯৭১-এর যুদ্ধাপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে মঙ্গলবার এবং ঐ রাতেই মৃত্যু পরোয়ানা জারি করা হয়। বুধবার সকালে মতিউর রহমান নিজামীকে তা পড়ে শোনানো হয়।

ঢাকার অদূরে কাশিমপুর কারাগারে মতিউর রহমান নিজামীর আইনজীবীরা তার সঙ্গে সাক্ষাত করলে তিনি মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে পুনঃবিবেচনা বা রিভিউ আবেদন করবেন বলে ঐ আইনজীবীরা জানিয়েছেন।

অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিউ আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন জনাব নিজামী। বুধবার থেকেই দিন গণনা শুরু হয়েছে। যদি তিনি এই সময়ের মধ্যে রিভিউ আবেদন না করেন তাহলে আইন অনুযায়ী দন্ড কার্যকরের প্রক্রিয়া শুরু করবে সরকার।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ অক্টোবর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেয়। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ গত ৬ জানুয়ারি ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডাদেশ বহাল রাখে। মঙ্গলবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং মৃত্যু পরোয়ানা জারি করা হয়। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

রিভিউ আবেদন করবেন নিজামী