যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত দল বা সংগঠনের বিচারের লক্ষে সংশ্লিষ্ট আইনের সংশোধনী,বাংলাদেশে

১৯১৭-এর মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের সাথে জড়িত দল বা সংগঠনের বিচারের বিধান রেখে শিগগিরই আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী এই ফেব্রুয়ারিতেই আনা হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। মন্ত্রী জানান, ফেব্রুয়ারিতেই এই আইনের সংশোধনী মন্ত্রীসভায় পেশ করা হবে। তিনি জানান, আগে মার্চের কথা বলা হয়েছিল, এখন তা এগিয়ে ফেব্রুয়ারিতে আনা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এই আইন পাস হলে যুদ্ধাপরাধে জড়িত থাকার দায়ে দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার শুরু হবে। আর এই প্রক্রিয়ায় জামায়াত নিষিদ্ধ করার উদ্যোগও নিতে পারে সরকার। তবে মন্ত্রী জানান, আইন পাসের পরে আদালতই এই সিদ্ধান্ত নেবে। আইনমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধাপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনী বিধান রাখা হচ্ছে। এদিকে, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ আইনমন্ত্রীর সাথে সাক্ষাত করে মুক্তিযুদ্ধের অবমাননা এবং ইতিহাস বিকৃতিরোধে আইন প্রণয়নের দাবি জানান।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

AMIR