পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে পড়বে: বিশ্ব ব্যাংক

পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।

বৃহস্পতিবার ঢাকায় সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন প্রকাশ করা হয়, যাতে বলা হয় গরীব মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার শতাধিক সামাজিক নিরাপত্তা কর্মসূচী নিয়েছে।

তবে পরিস্থিতি মোকাবেলায় এগুলো যথেষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করে এতে বলা হয়েছে, এসকল কর্মসূচীর মধ্যে সমন্বয়হীনতার কারণে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার সম্ভাবনা কতটুকু তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।

প্রতিবেদনে বলা হয় প্রতি বছরে ২০ লাখ মানুষ চাকরির ব্যাজারে ঢুকছে। চাহিদা মত কর্মসংস্থানের সৃষ্টি না করা গেলে জনসংখ্যার সুবিধা বাংলাদেশ কাজে লাগাতে পারবে না বলে এতে উল্লেখ করা হয়। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে পড়বে: বিশ্ব ব্যাংক