একজন সফল নারী প্রযুক্তি উদ্যোক্তা মালিহা কাদির

আপাতদৃষ্টিতে বাংলাদেশে নারী উদ্যোক্তার সংখ্যা কম হলেও নারীদের সাফল্যের হার দিন দিন বেড়ে চলেছে। পশ্চাৎপদ অবস্থা থেকে নারীর অগ্রযাত্রার পথে নতুন সংযোজন মালিহা কাদির। অনলাইনে টিকিট সেবাদাতা প্রতিষ্ঠান সহজডটকমের প্রতিষ্ঠাতা এমডি তিনি। সম্প্রতি বাংলাদেশের নারী ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা মালিহা মালেক কাদির বিশ্বের তরুণদের প্ল্যাটফর্ম ‘ইয়াং গ্লোবাল লিডার্স ক্লাস অব-২০১৭’ পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক মানের এই পুরষ্কার যেমন দেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আগ্রগতির পরিচায়ক, তেমনি বিভিন্ন মূল ধারার পেশায় নারীর সাফল্যের উজ্জ্বল উদাহরণও বটে। ফোরামের দক্ষিণ এশিয়া ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত একমাত্র এই বাংলাদেশি কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সাথে।

Your browser doesn’t support HTML5

BD Woman Entrepreneur