বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা

World Bank in Central Asia

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ খাতের দক্ষতা বাড়ানোর জন্য বিশ্ব
ব্যাংক দেশটিকে ২১ কোটি ৭০ লাখ আমেরিকান ডলারের সহায়তা প্রদান করবে ।

বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয় এ বিষয়ে বৃহস্পতিবার দুই পক্ষের
মধ্যে ঢাকায় একটি চুক্তি সাক্ষরিত হয়েছে । এতে বলা হয় চুক্তি মোতাবেক সহজ শর্তের এ
ঋণের অর্থ ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের একটি ১৭০ মেগাওয়াট ইউনিটের উৎপাদন ক্ষমতা
৪০২ মেগাওয়াটে উন্নীত করা হবে ।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ ইউনিটটিকে উচ্চ ক্ষমতায় রূপান্তর করার পর এর
সামগ্রিক দক্ষতা বর্তমান ৩১ শতাংশ থেকে ৫৪ শতাংশে উন্নীত হবে বলেবিবৃতিতে
উল্লেখ করা হয়।

ঢাকায় বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন এযাবৎবিশ্ব ব্যাংক বাংলাদেশের
বিদ্যুৎ খাতের উন্নয়নে জন্য ১৭০ কোটি আমেরিকান ডলারের ওপর সহায়তা প্রদান
করেছে ।

চুক্তিতে সাক্ষর করেছেন অর্থনীতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজি শফিকুল
আজম এবং বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি রাজশ্রী পলকার।

বিস্তারিত শুনুন ঢাকা থেকে জহুরুল আমের কাছে।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট