বাংলাদেশে নৌপথের নাব্যতা বৃদ্ধিতে ২৮৮০ কোটি টাকার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক

বাংলাদেশের ব্যস্ত নৌপথ সমূহের নাব্যতা বৃদ্ধির জন্য বিশ্ব ব্যাংক ৩৬ কোটি আমেরিকান ডলার বা ২৮৮০ কোটি টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

বিশ্ব ব্যাংক শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ঐ টাকা বাংলাদেশের ৯০০ কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা বৃদ্ধির জন্য ব্যয় করা হবে, যাতে সারা বছর এ সকল পথে যাত্রী এবং মালামাল কম খরচে ও নিরাপদে পরিবহন করা সম্ভব হয়।

নৌপথের নাব্যতা বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ এবং ভারত, ভুটান এবং নেপালের সাথে আঞ্চলিক বাণিজ্যেরও প্রসার ঘটবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, নদী মাতৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থাকে যদি শক্তিশালী ও টেকসই করা যায়, তবে বাংলাদেশের ক্রমবর্ধমান রফতানি বাণিজ্যের জন্যও তা সুফল বয়ে আনবে।

এছাড়া, বিশ্ব ব্যাংকের দেয়া এই নতুন সহায়তার একাংশ খরচ করা হবে- পানগায়ে একটি নতুন কার্গো টার্মিনাল নির্মাণ, আশুগঞ্জ নদী বন্দরের টার্মিনালের উন্নয়ন এবং ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশালের বিদ্যমান যাত্রী টার্মিনাল সমূহের পুনর্বাসনের জন্য। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে নৌপথের নাব্যতা বৃদ্ধিতে ২৮৮০ কোটি টাকার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক