বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সামরিক বাহিনী বিভাগ এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্যাসেফিক কমান্ডের যৌথ উদ্যোগে রোববার ঢাকায় শুরু হয়েছে ভূমিকম্প দুর্যোগ বিষয়ক ৫ দিন ব্যাপী অনুশীলন ডিজেস্টার ম্যানেজমেন্ট এন্ড একচেঞ্জ বা ড্রি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় এ অনুশীলনের মুল উদ্দেশ্য হচ্ছে ভূমিকম্প উত্তর পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা, যোগাযোগ, চিকিৎসা, আশ্রয় ও ত্রাণ পরিচালনা এবং আধুনিক যন্ত্রপাতির ব্যাবহারের বিষয়ে জ্ঞান আহরণ করা। এতে বলা হয় ঢাকা ও রংপুরে একযোগে আয়োজিত অনুশীলনটিতে বাংলাদেশের ২৩৭ টি বেসামরিক ও সামরিক সংস্থার ৫০০ এর বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। এছাড়া ২০ টির বেশি দেশের শতাধিক অংশগ্রহণকারী এই অনুশীলনে যোগ দিচ্ছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ২০১০ সাল থেকে বাংলাদেশে পরিচালিত হওয়া এই অনুশীলনটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বৃহত্তম অনুশীলন। ভূমিকম্প জনিত দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে এই অনুশীলন সহায়ক ভূমিকা পালন করবে বলে এতে উল্লেখ করা হয়।
Your browser doesn’t support HTML5
বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহরুল আলম