আওয়ামী লীগ জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে

বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

সংলাপের আহ্বান জানিয়ে জাতীয় ঐক্য ফ্রন্টের চিঠি পাওয়ার একদিন পর সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন এই বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। (Actuality)। তিনি বলেন শীঘ্রই সংলাপের সময়, স্থান এবং আনুষঙ্গিক বিষয়গুলো তাদের জানিয়ে দেয়া হবে। এক প্রশ্নের জবাবেতিনি বলেন, সংলাপ জাতিয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হবে।

উল্লেখ্য, ইতিপূর্বে সংসদ নির্বাচন নিয়ে সংলাপে বসার জন্য বিরোধী দলের বার বার আহ্বানে সাড়া দেয়নি আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা বলে আসছিলেন নির্বাচন নিয়ে সংলাপের কোন প্রয়োজন নাই কারণ সংবিধানের বিধান অনুযায়ীয়ইনির্বাচন হবে।

Your browser doesn’t support HTML5

দিয়াল জহুর