টঙ্গির তুরাগ তীরে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ইহকালের শান্তি, পরকালের মাগফেরাত এবং মুসলিম বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে রাজধানী ঢাকার অদূরে টঙ্গির তুরাগ নদীর তীরে রোববার শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ জামায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়েরের নেতৃত্বাধীন তাবলীগ জামায়তের তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমার সদ্য সমাপ্ত পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন লাখ লাখ দেশি-বিদেশি মুসল্লি। ৪০ মিনিট ব্যাপী মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের।

বিশ্ব ইজতেমার তিনদিন ব্যপী দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৭ই জানুয়ারি যাতে অংশ নেবেন ভরতের দিল্লী ভিত্তিক তাবলীগ জামাতের প্রধান মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। ১৯ শে জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দুই পর্বে অনুষ্ঠিত এ বছরের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা উপলক্ষে এ বছরও নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট