বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রোববার ৬ দিন ব্যাপী এক যৌথ মহড়া শুরু করেছে

US BD Flags

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাটে রোববার ৬ দিন ব্যাপী এক যৌথ মহড়া শুরু করেছে ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী পরিদফতর এক বিবৃতিতে জানিয়েছ এক্সারসাইজ প্যাসিফিক এঞ্জেল ১৯-১ নামের ওই মহড়ায় গ্রুপ ক্যাপ্টেন আব্বাস আলীর নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর ২৫০ জন এবং মেজর ক্রিস্টোফার ফালমার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্যাসিফিক কমান্ডের ১০০ জন সদস্য ছাড়াও নেপাল, শ্রী লংকা এবং থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক অংশ নিচ্ছেন । এতে বলা হয় দ্বিতীয় বারেরে মত অনুষ্ঠিত এই মহড়ায় দ্রুততম সময়ের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণের মত বিষয় সমূহ অন্তর্ভুক্ত রয়েছে ।

মহড়া চলাকালে লালমনিরহাট শহরের আশপাশের এলাকার প্রায় ২০০০ রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ৫ টি ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন পুনঃনির্মাণসহ স্যানিটারি সামগ্রী প্রদান করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট