২০২৪ সালের মধ্যে এলডিসি থেকে বের হয়ে আসবে বাংলাদেশ-আঙ্কটাড

২০২৪ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ এলডিসি সমূহের তালিকা থেকে বের হয়ে আসতে সমর্থ হবে বলে জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) এর বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বল্পোন্নত দেশগুলো নিয়ে এ প্রতিবেদনটি শনিবার প্রকাশ করেছে সংস্থাটি। একই দিনে ঢাকায় ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আঙ্কটাড প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয় ২০১৮ সালে এলডিসি সমূহের তালিকা থেকে বের হয়ে যাওয়ার জন্য বিবেচিত হবে বাংলাদেশ। এতে বলা হয় ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি সমূহের তালিকা থেকে বের হয়ে যাবে এবং ২০২৭ সালে মধ্যম আয়ের দেশ হিসেবে বিবেচিত হবে।

সিপিডি বলেছে বাংলাদেশকে এখন থেকেই এলডিসি উত্তর পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে সিপিডির গবেষক তওফিকুল ইসলাম খান বলেন এলডিসি উত্তর পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশকে একটি টেঁকসই এবং গতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে তৈরি থাকতে হবে।

Your browser doesn’t support HTML5

২০২৪ সালের মধ্যে এলডিসি থেকে বের হয়ে আসবে বাংলাদেশ-আঙ্কটাড