ঢাকা এবং শহরতলীর বিভিন্ন এলাকায় দুই রোহিঙ্গাসহ মানব পাচারকারী চক্রের সন্দেহভাজন ১৩ সদস্যকে আটক

বাংলাদেশের রাজধানী ঢাকা এবং শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে দুই রোহিঙ্গাসহ মানব পাচারকারী একটি চক্রের সন্দেহভাজন ১৩ সদস্যকে আটকের খবর দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে প্রথমে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয় এবং পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেফতার করা হয়। এতে বলা হয় তাঁদের কাছ থেকে বেশকিছু পাসপোর্ট এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আটক হওয়া পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে মুশফেকা বেগম ও নুর বেগম নামের দুই রোহিঙ্গা নারী রয়েছেন।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য এবং চক্রটি দীর্ঘদিন যাবত শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গাসহ বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিল।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট