খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে করা আপিলের রায় মঙ্গলবার দেওয়া হয়নি

বাংলাদেশের সর্বোচ্চ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে করা আপিলের রায় মঙ্গলবার দেয়ার দিন ধার্য করলেও তা হয়নি।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট জিয়া

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার এবং দুর্নীতি দমন কমিশন দুদকের করা আপিলের রায় দেয়ার আগেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে পুনঃশুনানির আবেদন করলে তা পিছিয়ে যায়। শুনানি শেষে সর্বোচ্চ আদালত বুধবারে রায় প্রদানের দিন ধার্য করে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ই ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।