করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

চীনের করোনা ভাইরাস যাতে বাংলাদেশে সংক্রমিত হতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশ কর্তৃপক্ষ সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে।

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা এবং চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানারের মাধ্যমে স্ক্রিনিং করা শুরু করেছে মঙ্গলবার সকাল থেকে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত্ব ও রোগনিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক ডা. মীরজাদি সেবরিনা ফ্লোরা ভয়েস অফ আমেরিকাকে সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ দিনের মধ্যে চীন থেকে আসা যাত্রীদের এ সংক্রান্ত কোন ধরনের শারীরিক জটিলতা দেখা দিলে তাদের সাথে সাথে যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য যাত্রীদের বলা হচ্ছে।

উল্লেখ্য বাংলাদেশের একটি বেসরকারি বিমানসংস্থা ও চীনের দু’টি বিমানসংস্থার বিমান সরাসরি চীনে ফ্লাইট পরিচালনা করে থাকে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।