প্রার্থীর উপর হামলা হলে, ইসি'র গুরুত্বের সাথে দেখা উচিত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা সিটি করপোরেশন র্নিবাচনে কোন প্রার্থীর উপর হামলা হলে, র্নিবাচন কমিশনের তা গুরুত্বের সাথে দেখা উচিত।

বুধবার কক্সবাজারে লিংক রোড-লাবণী পয়েন্ট সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন ওবায়দুল কাদের।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর মঙ্গলবার হামলা হয়। এতে ইটের আঘাতে কিছুটা আহত হন তাবিথ আউয়াল। হামলায় ২ জন সাংবাদিকসহ অন্তত ১৫/২০ জন আহত হয়েছিলেন।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।