কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের উদ্বোধন

কলকাতার বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের উদ্বোধন হলো আজ। তবে তৃণমূল নেতৃত্ব সেই অনুষ্ঠান বয়কট করেছেন।

ভারতের রেলমন্ত্রী পীযূষ গয়াল আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের প্রথম অংশের উদ্বোধন করলেন। তবে কেন্দ্রীয় সরকার বা রেল মন্ত্রকের তরফে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় শাসকদল তৃণমূলের আমন্ত্রিত কোন নেতাই সেই অনুষ্ঠানে যাননি। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, কলকাতার এই দ্বিতীয় মেট্রো লাইন মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাতেই হয়েছে। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, এর জন্য টাকার সংস্থান করেছেন। আর আজ সেটির উদ্বোধনের সময় কেন্দ্রীয় সরকারের চক্রান্তে তাঁকেই বাদ দেওয়া হলো।

সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রায় সাড়ে ১৬ কিলোমিটার লাইনের প্রায় ১১ কিলোমিটারই মাটির নীচ দিয়ে যাবে। আর এই প্রথম কলকাতা-হাওড়া দুই শহরকে যুক্ত করতে গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ কাটা হয়েছে। যে সাড়ে ৫ কিলোমিটার মাটির ওপরে থাকবে সেই অংশেরই উদ্বোধন হলো আজ। সল্টলেকের সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম, ৬টি স্টেশন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।