মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বৈধ অধিকার প্রতিষ্ঠার বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে উত্থাপনের লক্ষ্যে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহন করেছে। এদিকে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থী সংকটে সহায়তা হিসেবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে ৪ কোটি ৫৫ লাখ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে। এতে করে ২০১৯ সালের জেআরপিতে যুক্তরাষ্ট্রের সহায়তার অঙ্ক দাঁড়াল সাড়ে দশ কোটি ডলারে। রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় মানবিক সহায়তা দানকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। অন্যদিকে রোহিঙ্গাদের নিয়ে স্থানীয় মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে অসন্তোষ। এই বাস্তবতায় আমাদের আলাপন" বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি ও আর্ন্তজাতিক সহযোগিতা'।
আমাদের সঙ্গে অতিথি হিসাবে ছিলেন ঢাকা থেকে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর ও উখিয়া অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি শরিফ আজাদ। এছাড়া মাঠ পর্যায়ের খবরাখবর জানাতে ছিলেন আমাদের কক্সবাজার প্রতিনিধি সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন সাকিল। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।
Your browser doesn’t support HTML5
আলাপন: বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি ও আর্ন্তজাতিক সহযোগিতা