বাংলাদেশের চলমান মানবপাচার পরিস্থিতি অব্যাহত থাকলে তহবিল কমিয়ে দেবে ইউএসএআইডি

বাংলাদেশের চলমান মানবপাচার পরিস্থিতি অব্যাহত থাকলে ইউএসএআইডি’র তহবিল কমিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির উপ প্রশাসক বনি গ্লিক। কক্সবাজার পরিদর্শনকালে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার কক্সবাজার পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস। দ্বিতীয়বারের মতো কক্সবাজার পরিদর্শন করছেন এলিস। রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভূমিকা রাখছে উল্লেখ করে এলিস-- আশিয়ানসহ এই অঞ্চলের বৃহৎ রাষ্ট্রগুলোকে রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।