বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দুই দিন পেরোতে না পেরোতেই আবারো ট্রেন দুর্ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি মিটার গেজে আসছিল। দুপুরে উল্লাপাড়া স্টেশনে প্রবেশ মুখে ভুল সিগনালে ব্রডগেজ লাইনে উঠতে গিয়ে ইঞ্জিন ছিটকে পড়ে আগুন ধরে যায়। পরপরই আরো ৩টি বগিতে আগুন লাগে। এ সময় লাইনচ্যুত হয় আরো ৭টি বগি। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর ছয়টি ইউটিনের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় ট্রেন চালকসহ ১০ জন আহত হয়েছে।
এবিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি লাইন পরিবর্তনের সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
দুর্ঘটনার ফলে ঢাকার সথে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে। ঘটনার তদন্তে ইতোমধ্যেই জেলা প্রসাশক সার্বিক এর নেতৃতে পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
Your browser doesn’t support HTML5
বগুড়া সংবাদদাতা প্রতীক ওমরের রিপোর্ট।