বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতকে বলা হয়েছে কোন অবৈধ বাংলাদেশী সে দেশে থাকলে, সে ব্যাপারে যদি বাংলাদেশকে অবহিত করা হয়, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, প্রমাণিত হলে তাদের ফেরত আনা হবে। পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভারত বলেছে যে, তারা পুশ-ইন করবে না। তিনি আরো বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেলে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হবে।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শংকা ও উৎকণ্ঠা প্রকাশ করে বলেছেন, ভারতের নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির মাধ্যমে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশ-ইন হচ্ছে, অথচ সরকার এসব ক্ষেত্রে বরং তাদের সহযোগিতা করছে। বাংলাদেশী হলে তাদের গ্রহণ করা হবে বলে বাংলাদেশ সরকারের বক্তব্যে বাংলাদেশকে ভারতীয় নাগরিকদের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।