সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না: আহবান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে আহবান জানিয়েছেন। শনিবার ঢাকায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে এক আলোচনায় এ আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যাতে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে ভোলা জেলার মত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

এদিকে, হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির ফেসবুক পেজে দেয়া ইসলাম বিরোধী পোস্টকে কেন্দ্র করে ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলা শহরে সম্প্রতি বিক্ষোভকারিদের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে ৪ ব্যক্তি নিহত হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্তকারী দল। তবে তদন্তকারীরা প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজি হননি। ভোলার জেলা প্রশাসকও প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।