বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ও আন্তর্জাতিক সংস্থাসহ আন্তর্জাতিক নানা পর্যায় থেকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বাংলাদেশ সরকারের উপরে দীর্ঘদিনের চাপ জারি রয়েছে।
আর এ ধরনের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদের রয়েছে প্রবল প্রত্যাশা ও আগ্রহ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে এ কারণে আন্তর্জাতিক পর্যায় থেকে বেশ গুরুত্বের সাথে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যে সংঘাত-সহিংসতাময়, নির্বাচনী মাঠের পরিস্থিতি এবং বিদেশী ও দেশী পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে বাধা-বিঘ্ন সৃষ্টির কারণে আন্তর্জাতিক অঙ্গনে কি বার্তা পৌছাচ্ছে সে প্রশ্নে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমদ।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট