বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন অধিকার এক প্রতিবেদনে বলেছে চলতি ২০১৮ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে বিচারবহির্র্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪২২ জন।
শনিবার প্রকাশিত অধিকারের ওই প্রতিবেদনে বলা হয়েছে ৪২২ জনের মধ্যে ক্রসফায়ারে ৪১৫ জন, গুলিতে ২ জন এবং নির্যাতনে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া এই সময়ের মধ্যে গুমের শিকার হয়েছেন ৭১ জন এবং কারাগারে মৃত্যু হয়েছে ৫৭ জনের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে সংস্থাটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে যার মধ্যে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি ঘটনা স্থান পেয়েছে।
অধিকার তাদের প্রতিবেদনে বলেছে, বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে তাদের ভাষায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। এতে বলা হয়েছে ২০১৪ সালে ৫ই জানুয়ারির বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো এই জোট ক্ষমতায় আসার পর মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট