বাংলাদেশে চলতি মাদক বিরোধী অভিযানে শনিবার গভীর রাতে এবং রোববার ভোরে ১১ জন নিহত হওয়ার পর এ নিয়ে গত দুই সপ্তাহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ তে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি তাঁদের সাথে বন্দুক যুদ্ধে এবং গোলাগুলিতে সর্বশেষ নিহত ১১ জনের সকলেই মাদক ব্যবসায়ী। এছাড়া ওই দুই সপ্তাহে র্যাপিড একশান ব্যাটালিয়ন র্যাব এবং পুলিশ সন্দেহভাজন ৭০০০ মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের অনেককেই মোবাইল কোর্ট তাৎক্ষনিক ভাবে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে।
এদিকে,পুলিশ রোববার রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় সুইপার কলোনিতে এবং কাওরান বাজারের বস্তিএলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড়শ সন্দেহ ভাজন মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীকে আটক করেছে। হাজারীবাগ এবং কাওরান বাজারের এই দুইটি স্থান মাদক ব্যবসার বড় স্পট হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট