বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য ঢাকায় পৌঁছেছেন।

সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক লিখিত বিবৃতিতে তাঁর ঢাকা পৌঁছানোর কথা জানিয়ে বলে হয়েছে আর্ল মিলার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মননিত হওয়ার আগে ২০১৪ সাল থেকে আফ্রিকার দেশ বোতসোয়ানাতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন । প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত জুলাই মাসে মিলারকে এই পদের জন্য মনোনীত করলে গত ১১ই অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেট তার নিয়োগ অনুমোদন করে।

বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য রাষ্ট্রদূত মিলার ১৯৮৭ সালে পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। বোতসোয়ানাতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের আগে তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কন্সাল জেনারেল হিসেবে দায়িত্বপালন করেছেন। এছাড়া তিনি এল সালভাদর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক ও ভারতে যুক্তরাষ্ট্র দূতাবাসে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট