বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে এক যৌথ টহল অনুষ্ঠিত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ-মিয়াম্মার -উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এক যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নাফ নদীতে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী যৌথ টহলে অংশ নেয়।জানাচ্ছেন কক্সবাজার থেকে মোয়াজ্জাম হোসেন।

যৌথ টহলে বাংলাদেশের ১২ সদস্যের টহলদলের নেতৃত্ব দেন টেকনাফ বিজিবির হোয়াইক্যং বিওপির সুবেদার মোঃ আব্দুল জলিল শেখ।
মিয়ানমারের ১৩ সদস্যের টহল দলের নেতৃত্ব দেন সেদেশের ২ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর কাইকুন (Kyikyun Camp) ক্যাম্পের পুলিশ লেঃ নাইং লিন (Naing Lin)।
উভয় দেশের কমান্ডার ও সদস্যরা এসময় একে অপরের সাথে কুশলবিনিময় করেন।
বিজিবি ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুজ্জামান জানান, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতে এই যৌথ টহল পরিচালিত হচ্ছে। এছাড়া স্বাভাবিকভাবে সীমান্তের এক পাশে অভিযান পরিচালনা করলে অপরাধীরা সীমান্তের অন্যপাশে পালিয়ে যাওয়ার সুযোগ পায়। উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী একযোগে যৌথটহলে অংশ নিলে অপরাধীরা আর পালানোর সুযোগ পায়না। তাই সীমান্ত নিয়ন্ত্রণে এই যৌথ টহলের উপর গুরুত্ব দেয়া হচ্ছে।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন