ইউপিআর এ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনার পর একটি খসড়া প্রতিবেদন গৃহীত হয়েছে

জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ ইউপিআর এর সদস্য রাষ্ট্র সমূহ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের পরামর্শ দিয়েছে। একই সাথে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন এবং মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের জন্য একটি নিরাপদ এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে তারা তাগিদ দিয়েছে।

ইউপিআর এ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনার পর একটি খসড়া প্রতিবেদন গৃহীত হয়েছে যাতে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতন বন্ধের জন্য বাংলাদেশকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রতিবেদনে রাজনৈতিক দল সমূহের সভা সমাবেশ করার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করারও পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, বাংলাদেশের বিভিন্ন স্থানে শনিবার গভীর রাতে ও রোববার ভোরে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে পাঁচজন নিহতহওয়ার খবর পাওয়া গেছে । পুলিশ দাবি করেছে নিহতদের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী এবং একজন ডাকাত রয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট