বাংলাদেশের পর্নোগ্রাফি ওয়েবসাইট ও ইলেক্ট্রনিক মাধ্যমে অশ্লীল প্রকাশনা নিয়ে সরকারী নির্দেশ

বাংলাদেশের একটি উচ্চ আদালত সোমবার সকল পর্নোগ্রাফি ওয়েবসাইট ও ইলেক্ট্রনিক মাধ্যমে অশ্লীল প্রকাশনা আগামী ছয় মাসের জন্য বন্ধ রাখতে সরকারকে নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ পর্নোগ্রাফি বন্ধের নির্দেশের সঙ্গে একটি রুলও জারি করেছে যাতে কেন পর্নোগ্রাফি ওয়েবসাইট ও অশ্লীল প্রকাশনাকে বেআইনি ঘোষণা করা হবে না আগামী চার সপ্তাহের মধ্যে তার জবাব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

ল এন্ড লাইফ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের পক্ষে করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এ রুল জারি করে। ফাউন্ডেশনের করা রিট আবেদনে অভিযোগ করা হয়, বিশাল সংখ্যক পর্নোগ্রাফি ওয়েবসাইট ও অশ্লীল প্রকাশনা জনগণ বিশেষ করে তরুণদের নৈতিক ও মানসিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট