কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার বিক্ষোভ করছে

বাংলাদেশে সরকারি চাকুরীতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রোববার বিক্ষোভ করছে।

বিক্ষোভকারিরা পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের নেতরা তাঁদের সমর্থক শিক্ষক শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগের হামলার নিন্দা এবং দোষীদের শাস্তি দাবি করেছে।

কোটা আন্দোলনকারী নেতা রাশেদ খান যিনি বর্তমানে কারাগারে আছেন তার মা সাহেলা বেগম সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন তিনি তাঁর ছেলের মুক্তি চান। তিনি বলেন তার ছেলে কোনও রাজনীতি করেনা না, সে চাকুরীর জন্য আন্দোলন করেছে।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বাড়াবাড়ির অনেক অভিযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী। এমন কোনও অভিযোগ যেন আর না আসে, সে বিষয়ে ছাত্রলীগ নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে তিনি রোববার সাংবাদিকদের জানিয়েছেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট