পুলিশের অনুমতি না পাওয়ায় ঢাকার ইউনূস সেন্টার বিকল্প ব্যবস্থায় স্থানীয় একটি হোটেলে স্বল্প পরিসরে সোস্যাল বিজনেস ডে’র কর্মসূচি পালন করলো। এই কর্মসূচি মূলত ঢাকায় আগত ২৪৩ জন বিদেশী অতিথির জন্য।
দুই দিনের এই সম্মেলন শুক্রবার সকাল থেকে ঢাকার অদূরে জিরাবোতে শুরু হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিকালে পুলিশের তরফে বলা হয়, স্বল্প সময়ের নোটিশে তাদের পক্ষে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর পরপরই ইউনূস সেন্টার থেকে সম্মেলন বাতিলের ঘোষণা আসে। বিকল্প কর্মসূচি কেন তার একটি বয়ান পাওয়া গেছে ইউনূস সেন্টারের নির্বাহী সাব্বির ওসমানীর কাছ থেকে।
ওদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার বলেছেন, ইউনূস সেন্টার আগে জানালে এই পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট