উত্তর কোরিয়ার দ্বিতীয় দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে

মাত্র এক মাসের ব্যবধানে উত্তর কোরিয়ার দ্বিতীয় দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রোববার ঢাকায় পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পুরোপুরি অবজ্ঞা প্রকাশ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ ও সীমিতকরণ চুক্তি এবং জাতিসংঘের এই সংক্রান্ত প্রস্তাবের বরখেলাপ করেছে। বিবৃতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘের বিধিবিধান মেনে চলা এবং আঞ্চলিক ও অঞ্চলের বাইরেও এর বৈরী প্রভাব পড়ে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য উত্তর কোরিয়ার প্রতি বাংলাদেশ আহবান জানিয়েছে।
এদিকে অপর এক ঘোষণায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি’র মহাসচিব ৪ দিনের এক সফরে বুধবার ঢাকা সফরে আসবেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট