ঢাকায় সিপিডি আয়োজিত বাংলাদেশের অর্থনীতির অন্তর্বর্তীকালীন পর্যবেক্ষণ

নির্বাচনী বছরে অনিয়ন্ত্রিত আমদানির মাধ্যমে দেশের বাইরে টাকা পাচার হচ্ছে বলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি'র এক পর্যবেক্ষণে বলা হয়েছে।

রোববার ঢাকায় সিপিডি আয়োজিত বাংলাদেশের অর্থনীতির অন্তর্বর্তীকালীন পর্যবেক্ষণে প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য পণ্যমূল্য বেশি দেখিয়ে আমদানির বিষয়ে সরকারকে তীক্ষ্ণ নজরদারি করার পরামর্শ দেন । তিনি আমদানির মাধ্যমে বিভিন্ন প্রকারের মিথ্যা ঘোষণার দিয়ে বিদেশে টাকা পাচার করা হচ্ছে। এ ধরনের প্রবণতা নির্বাচনের বছরে বাড়ে বলে উল্লেখ করে তিনি বলেন সংশ্লিষ্ট সকলকে মনে রাখতে হবে ২০১৮ নির্বাচনের বছর।

বৈদেশিক লেনদেনের পরিস্থিতি খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে ড. দেবপ্রিয় ভট্টাচার্য উল্লেখ করেন। অনিয়ন্ত্রিতভাবে বিদেশে টাকা পাচার হতে থাকলে তা দেশের সামষ্টিক অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট