ইউরোপিয়ান পার্লামেন্ট রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির পূর্ণ বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন

ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যরা মনে করেন নিজ বাসভূমি থেকে রোহিঙ্গাদের বিতারণ করার বিষয়টি মানবাধিকার লংঘন বিধায় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অনুসন্ধান জরুরি। চলতি মাসেই বাংলদেশ এবং মিয়ানমার সফর শেষে ইউরোপিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধি দল ব্রাসেলসে পৌছে তাদের প্রতিবেদন পেশ করেছেন। ব্রাসেলসে থেকে প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা মিয়ানমারের সাথে সম্পর্ক পুনঃযাচাই ও পুনঃমূল্যায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহবান জানিয়েছেন। পার্লামেন্ট সদস্যরা ইউরোপীয় ইউনিয়নের সাথে মিয়ানমারের বর্তমান সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে যেসব সুযোগ-সুবিধা ওই দেশটি পেয়ে থাকে এবং অন্যান্য ক্ষেত্রে যে নীতি-পদ্ধতি বিদ্যমান রয়েছে- সে বিষয়গুলো পুনঃবিবেচনা করে নতুন নীতি-পদ্ধতি গ্রহণের সুপারিশ করেছেন। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যরা ইউএনএইচসিআরকে জোরালোভাবে সম্পৃক্ত করে ২৩ নভেম্বরের বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির পূর্ণ বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট