হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরিকল্পনাকারী রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঢাকার গুলশান এলাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী আসলাম হোসেন ওরফে রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে দেশের উত্তরাঞ্চলের নাটোর জেলার সিংড়া এলাকা থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের তরফে জানিয়ে বলা হয় গুলশান হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর সে ঘনিষ্ঠ সহযোগী ছিলে। (Actuality)।

গত বছরের ১লা জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলা চালায় পাঁচ জঙ্গি। জঙ্গিরা ১৬ জন বিদেশি নাগরিক এবং দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে হত্যা করে। পরদিন সকালে সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি। হোলি আর্টিজান বেকারিতে হামলার দায়িত্ব স্বীকার করেছিল ইসলামিক ষ্টেট বা আইএস।

তবে বাংলাদেশ সরকার দেশে আইএস এর কোন অস্তিত্ব থাকার কথা নাকচ করে দিয়ে বলেছে হামলাকারিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহেদিন বাংলাদেশ জেএমবির নবগঠিত অংশ নব্য জেএমবির সদস্য।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট