বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ: সৈয়দ আমিরুল ইসলামের সঙ্গে আলোচনা

বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যেসব ফৌজদারি অভিযোগ এসেছে সেগুলোর তদন্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। প্রধান বিচারপতি কি ছুটি শেষে কাজে যোগ দিতে পারবেন? এর জবাবে আইনমন্ত্রী বলেন, আগে ১১টি অভিযোগের সুরাহা হতে হবে। ইতিমধ্যে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশ যাওয়ার সময় বললেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি দেশ ছেড়ে পালাচ্ছেন না – ফিরবেন তিনি দেশে।ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রিজিস্ট্রার জেনারেল ও ডেপুটি রিজিস্ট্রার জেনারেলসহ দশ উর্ধতন কর্মকর্তাকে জেলা স্তরের বিভিন্ন পদে বদলি করা হয়েছে- রাষ্ট্রপতি প্রধান বিচারপতির দায় দায়িত্ব নিস্পন্ন করার জন্যে একজনকে অস্থায়ি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এসব পরিস্থিতি সুপ্রিম কোর্টের স্বাধীনতা, সংসদের অধিকার , সরকারের দায় দায়িত্ব পালন – এসবের সঙ্গে সাংঘর্ষিক কিনা বা কোনো পরস্পর বিরোধিতার উদ্ভব ঘটাচ্ছে কিনা – শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়াতে পারে , সাধারণ মানুষের সাধারণ চিন্তা ভাবনার এর উত্তর খুঁজতেই আমরা কথা বলি বাংলাদেশ হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

Your browser doesn’t support HTML5

ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন