করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অবরুদ্ধ নগরী উহান থেকে যে ৩১৪ জন বাংলাদেশি বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, এর বিশেষ ফ্লাইটে শনিবার ঢাকা ফিরেছেন তাদের ৮ জনের শরীরে জ্বর থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন বাঁকিদের বাসে করে বিমানবন্দর থেকে সরাসরি নিকটবর্তী আশকোনা হজ ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে যেখানে তাদের ১৪ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। গত বছর ৩১শে ডিসেম্বর চীনের উহান নগরীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে অন্তত ২৫৯ জন মারা গেছেন বলে জানা গেছে। এই রোগে বেশিরভাগ আক্রান্তের ঘটনা ঘটেছে হুবেই প্রদেশে এবং এক কোটির বেশি মানুষ অধ্যুষিত ওই প্রদেশটির রাজধানী উহানে।
চীন ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও করোনাভাইরাসের সংক্রামণ ছড়িয়ে পড়ার পর বিশ্ব ব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
চিকিৎসকরা জানিয়েছেন করোনাভাইরাস এর কোনও টিকা বা ভ্যাকসিন এখনো তৈরি হয়নি কিংবা এ রোগের কোনও চিকিৎসা এখনও মানুষের জানা নাই। তবে এ রোগ নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে বলে তাঁরা জানান।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট