বাংলাদেশে রেজিস্টার্ড চিকিৎসকদের ব্যবস্থাপত্র ব্যতিরেকে অ্যান্টিবায়োটিক বিক্রি নয়

বাংলাদেশের একটি উচ্চ আদালত রেজিস্টার্ড চিকিৎসকদের ব্যবস্থাপত্র ব্যতিরেকে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে অ্যান্টিবায়োটিকের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হকের করা এক রিট আবেদনের ওপর শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। আদেশ পাওয়ার দুই দিনের মধ্যে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদেরকে এ বিষয়ে সার্কুলার ইস্যু করতে মহাপরিচালককে নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কেন বেআইনি ঘোষণা করা হবে না সরকারের কাছে তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

রিটকারি তাঁর আবেদনে বলেছেন, ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক বিক্রির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেকেই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করার ফলে তা দেশের বিরাট সংখ্যক মানুষের মৃত্যুর কারন হয়ে দাঁড়িয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।