আন্তর্জাতিক মানদণ্ডে বিডিআর বিদ্রোহের নতুন করে বিচারের আহ্বান জানিয়েছে এইচআরডাব্লিউ

নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিডিআর বিদ্রোহের নতুন করে বিচার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এইচআরডাব্লিউ এক বিবৃতিতে এমন আহ্বান জানিয়ে বলেছে, ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের ওই বিদ্রোহে যারা নিহত এবং আহত হয়েছেন, তাদের পরিবার সমূহকে অবশ্যই বিচার পেতে হবে। তবে তা হতে হবে ত্রুটিহীন বলে বিবৃতিতে মন্তব্য করা হয়।

পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া রায়ের ডেথ রেফারেন্স এবং আপিলের রায়ে গত ২৭সে নভেম্বর হাইকোর্ট ১৩৯ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং অন্য ১৪৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি'র প্রধান মেজর জেনারেল আবুল হোসেন বুধবার সাংবাদিকদের কাছে হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।