BNP-র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্ত সাক্ষাৎকার

বেশ দীর্ঘ সময় বাংলাদেশে ১৮ জোটের হরতাল-অবরোধ-আন্দোলনের পর, শেষ পর্যন্ত ক্ষমতাসীনেরা পাঁচ জানুয়ারী দশম সংসদীয় নির্বাচন করলো। আজ বৃহস্পতিবার সংসদে স্পীকারের পৌরহিত্যে শপথ গ্রহনও হয়ে গেলো। এর পর এখন কি, আঠারো দলের-BNP-র কর্মসূচী কি – রাজনীতি নিয়ে দলীয় অবস্থান, ভাবনা, বিভিন্ন প্রশ্নে দলীয় নীতি-আদর্শ ইত্যকার বিষয় নিয়ে আমরা এই কিছুক্ষণ আগে টেলিফোনে কথা বলি বাংলাদেশের প্রধান বিরোধী দল BNP-র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।

শুনুন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভয়েস অফ আমেরিকার একান্ত সাক্ষাৎকার।

Your browser doesn’t support HTML5

বেগম জিয়ার সাক্ষাৎকার