বৈরুতে বিস্ফোরণের পর হেজবুল্লাহ সংগঠনের ভবিষ্যৎ সংকটময় 

এ মাসের শুরুতে বৈরুতে এমোনিয়া নাইট্রেট বিস্ফোরণের পর, হেজবুল্লাহ জঙ্গিদল এখন জনতার রোষের মুখেI পর্যবেক্ষকেরা জানান, বিপর্যয়কারী বোমা বিস্ফোরণের পর,হেজবুল্লাহ দলের ভবিষ্যৎ সেখানে সঙ্কটময় হয়ে উঠবেI

আগস্টের ৪ তারিখে বিস্ফোরণে প্রায় ২০০ লোক প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার লোক আহত হন এবং বিস্ফোরণের পর, হেজবুল্লাহ সমর্থিত সরকার সেখানে পদত্যাগ করেI বৈরুতে প্রতিবাদকারীরা সরকারে ব্যাপক সংস্কারের দাবি তুলেছেনI

প্রতিবাদকারীরা দেশের রাজনীতিতে দুর্নীতি অপসারণের ক্ষেত্রে, হেজবুল্লাহকে বড় এক অন্তরায় বলে ভাবছেনI