জার্মানীর বার্লিনে গতকাল এক লরি চালক একটি বাজারে মানুষের ওপর লরি উঠিয়ে দিলে ১২ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করেছে। তবে সেই আসল হামলাকারী কিনা, তা নিশ্চিৎ হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হামলাকারী একজন মুসলিম অভিবাসী। ঘটনার পর জার্মানীতে বিশেষ করে মুসলিম অভিবাসীরা নাজুক অবস্থায় আছেন বলে জানালেন বার্লিনে অবস্থানরত সাংবাদিক-কবি দাউদ হায়দার। জার্মানীতে গত এক বছরে কয়েকবার এ ধরণের হামলার ঘটনা ঘটেছে। ফলে সে দেশে আশ্রয় নেয়া মুসলিম শরণার্থীদের ওপর প্রচণ্ড চাপ তৈরী হচ্ছে। এসব ঘটনার প্রেক্ষাপটে সে দেশের বিভিন্ন নির্বাচনে একটি ডানপন্থী দল ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে বলে মনে হচ্ছে। বার্লিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক দাউদ হায়দারের সাথে টেলিফোনে কথা বলেন আহসানুল হক।
বিস্তারিত শুনতে নিচে প্লে বাটনে ক্লিক করুন।
Your browser doesn’t support HTML5
Daud Haider from Berlin