বাংলাদেশে বিমান নিয়ে এক জঙ্গি ছক ভন্ডুল করে দিয়েছে র‌্যাব

Bangladesh Explosion

বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার এক জঙ্গি ছক ভন্ডুল করে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার করেছে বাংলাদেশ বিমানের পাইলটসহ ৪ জনকে। র‌্যাবের দাবি, পাইলট সাব্বির বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি-বর্গের বাসভবনে হামলা করার পরিকল্পনা নিয়েছিলেন। তাছাড়া বিমান যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার বিষয়েও পরিকল্পনা ছিল। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে, পাইলট সাব্বির সর্বশেষ গতকাল সোমবার ঢাকা-কোলকাতা-ঢাকা ফ্লাইট পরিচালনা করেন। গত ৪ঠা সেপ্টেম্বর র‌্যাব মিরপুর দারুসসালাম এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে নিজেদের বোমা বিস্ফোরণে জেএমবি সদস্য মীর আকরামুল করিম ওরফে আব্দুল্লাহ তার দুই সহযোগী নিয়ে নিহত হন। এরপর ব্যাপক তদন্ত শেষে গত ২৬শে অক্টোবর আব্দুল্লাহর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বিল্লাল হোসেনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পাইলটসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলনে বলেন, পাইলট সাব্বির প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলা পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট বিমান