বিমসটেকের জাতীয় উন্নয়ন এবং যোগাযোগ পরিকল্পনা

BIMSTEC

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার সাতটি দেশের সহযোগিতা সংস্থা বিমসটেককে কার্যকর করতে এর সদস্য দেশগুলোর জাতীয় উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ পরিকল্পনার মধ্যে সমন্বয় ঘটানোর পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার ঢাকায় বিমসটেক সচিবালয় ও ভারতের থিংক ট্যাঙ্ক সিইউটিএসের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী "ফ্যা‘সিলিটেটিং কানেকটিভিটি ইন দ্য বে অফ বেঙ্গল’সম্মেলনে এই মতামত উঠে আসে আলোচকদের বক্তব্যে।

বিমসটেকের মধ্যে যোগাযোগ বাড়ানোর পথে আস্থার ঘাটতি অন্যতম বাধা হয়ে আছে বলে জানান বিশেষজ্ঞরা। বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম যোগাযোগ থাকার পেছনে রাজনৈতিক কারণকে অন্যতম হিসেবে চিহ্নিত করেন বক্তারা।

রাজনৈতিক কারনে আমরা একে অপরকে অবিশ্বাস করি বলে উল্লেখ করে বক্তারা বলেন বাণিজ্য এবং কানেকটিভিটি বাড়ান নিয়ে অনেক গবেষণা হয়েছে। এখন গবেষণা করতে হবে কিভাবে আমরা অবিশ্বাস দূর করতে পারি।

বাংলাদেশ ছাড়াও বিমসটেকের সদস্য ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডের বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নেন।
এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট বিমস্টেক