ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত: যুদ্ধ হতে পারে আড়াই জায়গায়

general bipin rawat-new indian army chief

সেনাবাহিনীর দৃষ্টি তে দেশের সামগ্রিক পরিস্থিতির বিচারেযুদ্ধ হতে পারে আড়াই জায়গায়। ভারত সে জন্য তৈরি। পাকিস্তান, চীন ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিপদ নিয়ে এমনই মন্তব্য করেছেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত। সংবাদ সংস্থা কে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিণ রাওয়াত বলেছেন এ কথা। একইসঙ্গে আশাপ্রকাশ করেছেন, কাশ্মীরের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।সেনাপ্রধান বলেছেন, জাল ভিডিও ও মেসেজের মাধ্যমে পাকিস্তান কাশ্মীরের তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করছে, যাতে তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছে তারা। উপত্যকার কিছু লোক ওই বার্তা ছড়াতে সাহায্য করছে, যারা জেহাদে যোগ দিয়েছে, তাদের আকর্ষণীয় করে তুলছে তরুণ প্রজন্মের কাছে।তাঁর কথায়, যদিও ভারতীয় সেনা একাধিক ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত, পাশাপাশি এজাতীয় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চলছে। সেনা প্রধান আরোজানিয়েছেন, দুর্গম পার্বত্যাঞ্চলে যুদ্ধ চালানোর জন্য বিশেষ একটি বাহিনী তৈরি করছে সেনা। এ জন্য অফিসার, জওয়ানদের নিয়োগ চলছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে দু- তিন বছরের মধ্যে সেনার আধুনিকীকরণ হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।যদিও একইসঙ্গে ভারতীয় সেনা প্রধান জানিয়েছেন ভারতীয় সেনার যুদ্ধের প্রস্তুতি কোনও বিশেষ দেশের বিরুদ্ধে কখনই নয়।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট (রাওয়াত)