বিজিএমইএ ও বিইউএফটি ফেলোশিপ পেলেন ভয়েস অব আমেরিকার সাংবাদিকসহ ৬ জন

গণমাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিজিএমইএ ও বিইউএফটি যৌথভাবে জার্নালিজম ফেলোশিপ ২০১৫ এর জন্য সাংবাদিকদের ফেলোশিপ প্রদান করেছেন। ইংরেজি পত্রিকা থেকে একজন, বাংলা পত্রিকা থেকে দু'জন, ইলেকট্রনিক মিডিয়া থেকে দুজন এবং মাল্টিমিডিয়া ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিস থেকে একজনকে নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহামেদ, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিকি, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট, একুশে টিভির সিইও ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, একাত্তর টিভির বার্তা প্রধান ইশতিয়াক রেজা, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিইউএফটি,র চেয়ারম্যান মুজ্জাফের সিদ্দিক, বিজিএমইএ,র প্রাক্তন সভাপতি ও পরিচালক বৃন্দ ছাড়াও গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Your browser doesn’t support HTML5

বিজিএমইএ ও বিইউএফটি ফেলোশিপ পেলেন ভয়েস অব আমেরিকার সাংবাদিকসহ ৬ জন