বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বুধবারের সাধারণ ধর্মঘট হচ্ছে না

বিজেপি-ঘনিষ্ঠ শ্রমিক ইউনিয়ন, ভারতীয় মজদুর সভা বুধবারের ভারত-জুড়ে ধর্মঘটের ডাক প্রত্যাহার করে নেওয়ার ফলে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বুধবারের সাধারণ ধর্মঘট হচ্ছে না। আবার, কংগ্রেস-শাসিত রাজ্যগুলিতে সরকার ধর্মঘটের বিরোধিতা করবে না। কিন্তু পশ্চিমবঙ্গে পরিস্থিতি ঘোরালো। তৃণমূল কংগ্রেস সরকার ধর্মঘটে বাধা দিতে বদ্ধপরিকর। কিন্তু সিটু নেতা শ্যামল চক্রবর্তী বলে দিয়েছেন, সরকার যুদ্ধ চাইলে যুদ্ধ হবে। অর্থাত, সম্মুখ সমরের হুঁশিয়ারি। সরকারি কর্মীদের বলে দেওয়া হয়েছে, বুধবার কাজে না এলে কোনও ছুটি মিলবে না, বেতন কাটা যাবে। তবে বুধবার ধর্মঘটীদের সঙ্গে লড়াই প্রশাসনের। ধর্মঘটের দাবিগুলি শ্রমিক স্বার্থের অনুকূল। তাই দল হিসেবে ধর্মঘটের বিরোধিতা করবে না তৃণমূল কংগ্রেস। ও দিকে, বণিকসভা, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের হিসেব, এক দিনের ধর্মঘটে রাজ্যের লোকসান হয় ১,০০০ কোটি টাকা।

Your browser doesn’t support HTML5

বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বুধবারের সাধারণ ধর্মঘট হচ্ছে না